বাল্টিক আকাশে রুশ গোয়েন্দা বিমানের উপস্থিতি, রাফ টাইফুন পাঠাল যুক্তরাজ্য



লন্ডন, ২১ এপ্রিল ২০২৫: বাল্টিক সাগরের ওপরে ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার দু’টি নজরদারি বিমান শনাক্ত করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)। সোমবার (২১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মঙ্গলবার (১৫ এপ্রিল) ও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ন্যাটোর আকাশসীমায় রুশ ইলিউশিন আইএল-২০এম ‘কুট-এ’ গোয়েন্দা বিমান প্রবেশ করে। ওই দুই সময়ই ব্রিটেনের রাফ টাইফুন যুদ্ধবিমানের একটি করে জোড়া বিমান পাঠিয়ে এগুলোকে বাধা দেওয়া হয়। ১৭ এপ্রিল আবারও কালিনিনগ্রাদ অঞ্চল থেকে উড্ডয়নরত একটি অজ্ঞাত উড়োজাহাজকে বাধা দিতে আকাশে ওঠে আরও দুটি টাইফুন।

এই অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলো পোল্যান্ডের মালবর্ক এয়ার বেস থেকে পরিচালিত হয়, যা ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় যুক্তরাজ্যের সক্রিয় অংশগ্রহণের অংশ বলে জানানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের পর থেকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনার পটভূমিতে এই ধরনের ঘটনাগুলোর গুরুত্ব বেড়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এসব নজরদারি উড্ডয়ন মূলত ন্যাটোর প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের কৌশল হতে পারে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “ন্যাটো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত। রাশিয়ার যেকোনো অপ্রত্যাশিত কর্মকাণ্ড আমরা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি এবং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি।”

এদিকে রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। এর আগে, কয়েক সপ্তাহ আগেই যুক্তরাজ্য পোল্যান্ডে ছয়টি টাইফুন ফাইটার জেট ও ২০০ সেনা মোতায়েন করেছিল—যা এ অঞ্চলে ন্যাটোর প্রতিরক্ষাকে আরও জোরদার করেছে বলে মনে করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language