সানা, ২০ এপ্রিল:
যুক্তরাষ্ট্র আবারও ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। শনিবার (১৯ এপ্রিল) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি।
হুতিদের পক্ষ থেকে জানানো হয়, হামলাগুলো মূলত রাজধানী সানা এবং উপকূলীয় শহর হোদেইদায় চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল একটি বিমানবন্দর ও একটি বন্দর। গোষ্ঠীর দাবি, সেখানে মোট ২৯টি বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে গত বৃহস্পতিবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হুতি-নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ৮০ জন নিহত হন বলে জানায় হুতি গোষ্ঠী।
গত এক মাস ধরে হুতিদের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বলছে, এই হামলা আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও রেড সি অঞ্চলে বাণিজ্যিক নৌপথ সুরক্ষার অংশ হিসেবে চালানো হচ্ছে। তবে হুতি গোষ্ঠী এ হামলাকে ‘আগ্রাসন’ ও ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে এর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে।
এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে জাতিসংঘসহ একাধিক সংস্থা আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর তাগিদ দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন