ব্রেকিং নিউজ

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


নটরডেম কলেজ ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত করছে পুলিশ

রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ৩টার দিকে কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে পড়ে যান তিনি।

সহপাঠীরা জানান, ধ্রুব ছিলেন এইচএসসি পরীক্ষার্থী। তাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ছিল আজ। ফলাফল নিতে কলেজে গেলে, হঠাৎ ‘ফাদার টিম’ ভবনের তৃতীয় তলার রেলিং থেকে নিচে পড়ে যান ধ্রুব। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ধ্রুবব্রত দাস গাইবান্ধা জেলার সদর থানার মধ্যপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বানী ব্রত দাসের ছেলে এবং বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর টিকাটুলিতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীকে তার সহপাঠী ও স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি মতিঝিল থানায় জানানো হয়েছে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলী জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, ধ্রুব ভবনের তৃতীয় তলার রেলিংয়ে বসে ছিলেন। সেখান থেকে কীভাবে তিনি পড়ে গেলেন এবং ঘটনাটি দুর্ঘটনা না অন্য কিছু—তা জানতে তদন্ত চলছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language