মিরপুরে জোড়া খুন: সাইকেল কেনার টাকার জন্য খালাকে হত্যা, কিশোর আটক
রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় দুই খালাকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহতদের একজন ছিল অভিযুক্ত কিশোরের খালা। সোমবার (১২ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম।
তিনি জানান, গোলাম রব্বানী নামে ওই কিশোর সাইকেল কেনার জন্য টাকা সংগ্রহ করতে গত শুক্রবার খালার বাসায় যান। একপর্যায়ে সুযোগ বুঝে খালার বেডরুমের আলমারি থেকে টাকা চুরি করে সে। এসময় তার এক খালা ঘটনাটি দেখে ফেলেন। বিষয়টি পরিবারের অন্যদের জানিয়ে দেওয়ার হুমকি দিলে কিশোরটি ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। পরে ঘটনাটি দেখে ফেলায় আরেক খালাকেও একইভাবে ছুরিকাঘাত করে।
খুন নিশ্চিত করতে পরে শিলপাটা দিয়ে তাদের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সে।
ডিএমপি জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কিশোরটির গতিবিধি চিহ্নিত করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবার মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন