পুলিশ বাহিনীর হাতে আর থাকবে না মারণাস্ত্র, শুধু এপিবিএন ব্যবহার করবে—স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের কাছে থাকা সব মারণাস্ত্র জমা দিতে হবে, ভবিষ্যতে বাহিনীটির হাতে কোনো মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মারণাস্ত্র বহনের অনুমতি পাবে।
সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, র্যাব পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাবের নাম, ইউনিফর্ম এবং কাঠামোগত পরিচালনা পদ্ধতি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেবে এই কমিটি। এতে একজন উপদেষ্টাসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা থাকবেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধের নির্দেশ দিয়ে তিনি বলেন, অন্যায় দাবি নিয়ে কেউ রাস্তায় নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ মিছিল বা কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দুই দিনে ২০২ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি। তবে এর মধ্যে ৪১ জন রোহিঙ্গা এবং ৫ জন ভারতের রিফিউজি শনাক্ত করা হয়েছে। রিফিউজিরা ভারতেই ইউএনএইচসিআর-এর নিবন্ধিত, এ বিষয়ে জাতিসংঘ সংস্থাটির কাছে অভিযোগ জানানো হবে। খাগড়াছড়ি সীমান্তে আরও ৩০০ জনকে পুশ-ইনের চেষ্টা চালানো হলেও বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন