ব্রেকিং নিউজ

ত্রিপাক্ষিক বৈঠক: পাকিস্তান ও চীনের সাথে গঠনমূলক সম্পর্ক চায় আফগানিস্তান

আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় আফগানিস্তান

তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে ‘পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততা’ ভিত্তিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় সোমবার (১২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আফগান অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজুদ্দিন হক্কানির সঙ্গে কাবুলে বৈঠক করেছেন পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক ও চীনের বিশেষ দূত ইউ জিয়াওইং। এই বৈঠকটি মূলত ২০১৭ সালে গঠিত চীন-পাকিস্তান-আফগানিস্তান ত্রিপক্ষীয় সংলাপ কাঠামোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। সংলাপের পূর্ববর্তী অধিবেশনগুলো বেইজিং ও কাবুলে অনুষ্ঠিত হয়েছিল।

আফগান মন্ত্রী হক্কানি বৈঠকে বলেন, "ইসলামী দৃষ্টিকোণ থেকে পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততার ভিত্তিতে আঞ্চলিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব।" তিনি ত্রিপক্ষীয় সহযোগিতাকে আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক এক্স (সাবেক টুইটার)-এ পোস্টে জানান, "এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইসলামাবাদে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চম সংলাপের ফলো-আপ, আসন্ন ষষ্ঠ পর্যায়ের প্রস্তুতি এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করা।"

দূতদ্বয় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও বৈঠক করেন। সেখানে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনার ওপর আলোচনা হয়। মুত্তাকি পাকিস্তানকে আফগানিস্তানের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন।

পরে, চীন ও পাকিস্তানের বিশেষ প্রতিনিধি দল আফগান বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) সম্প্রসারণসহ বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আফগান বাণিজ্যমন্ত্রী জানান, "সুপ্রতিবেশী সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততা – এ তিনটি বিষয় আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।"

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language