রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান: খাবার ও চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগ
রাজবাড়ীর ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই অভিযানে হাসপাতালের খাবার সরবরাহ, চিকিৎসক উপস্থিতি এবং অন্যান্য সেবায় বিভিন্ন অনিয়মের সন্ধান পাওয়া গেছে।
দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে অনিয়ম, নিম্নমানের খাবার সরবরাহ, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, চিকিৎসকদের দেরিতে আসা এবং অনুপস্থিতির মতো সমস্যা উঠে এসেছে।
সরদার আবুল বাশার জানান, ৮০ জন রোগীর জন্য বরাদ্দকৃত মুরগির মাংসের পরিমাণ ছিল ২২ কেজি ২০০ গ্রাম, কিন্তু মাপা গেলে মাত্র ১৫ কেজি ২০০ গ্রাম পাওয়া গেছে, যা ৭ কেজি কম। রোগীদের খাবারের ডায়েটে প্রতিদিন ৩৫০ গ্রাম করে দুই বেলা মোট ৭৫০ গ্রাম দুধ দেওয়ার কথা থাকলেও তারা কোনো সময় দুধ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া, সপ্তাহে একদিন খাসির মাংসের ব্যবস্থা থাকলেও তা রোগীদের দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, রোগীদের খাবারে মিনিকেট চাল দেওয়ার কথা থাকলেও মোটা চাল সরবরাহ করা হচ্ছে বলে অভিযানে পাওয়া তথ্য।
অভিযানে হাসপাতালের ঔষুধ ও লিনেন ধোলাইয়ের টেন্ডার কাগজপত্র চাওয়া হলেও হিসাবরক্ষক ছুটিতে থাকায় তা দেখা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
চিকিৎসকদের উপস্থিতি বিষয়েও সমস্যা দেখা গেছে। এনালগ হাজিরা খাতায় ৩২ জন চিকিৎসকের নাম থাকলেও শুধু ১৭ জন উপস্থিত ছিলেন। ৫-৬ জন আসেননি এবং উপস্থিতের মধ্যে অনেকেই নির্ধারিত সময় থেকে দেরিতে এসেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চারজন চিকিৎসক ইতোমধ্যে বদলি হয়েছেন এবং একজন ছুটিতে আছেন।
দুদক এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনের কাছে জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন