আন্তর্জাতিক ডেস্ক, ২৩ এপ্রিল: রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুকে ঘিরে কূটনৈতিক অস্বস্তিতে পড়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ শোকবার্তা প্রকাশ করে পরে তা মুছে ফেলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তেলআবিবভিত্তিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, শুধু কেন্দ্রীয় পোস্টই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাসগুলোকে একইভাবে পোপের মৃত্যুতে প্রকাশিত শোকবার্তা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি, সংশ্লিষ্ট কূটনীতিকদের ভ্যাটিকান দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর না করতেও বলা হয়েছে।
বিশ্লেষকদের মতে, গাজায় চলমান যুদ্ধ এবং সেখানে ইসরায়েলি আগ্রাসনের কড়া সমালোচক ছিলেন পোপ ফ্রান্সিস। বারবার মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। অনেকের ধারণা, সেই অবস্থানের প্রতিক্রিয়াতেই ইসরায়েলের এমন সিদ্ধান্ত।
পোপ ফ্রান্সিস গত সোমবার (২১ এপ্রিল) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি প্রায় ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।
পোপের মৃত্যুতে বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান, রাজা-রানী, ধর্মীয় নেতা ও বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
এদিকে, আগামী শনিবার অনুষ্ঠিতব্য পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অংশ নেবেন বলে নিশ্চিত করেছে তার প্রেস উইং।

একটি মন্তব্য পোস্ট করুন