১৭ এপ্রিল, ২০২৫: লিভারপুলের সঙ্গে প্রায় নয় বছরের সম্পর্কের ইতি টেনে এবার রেড বুল ফুটবল গ্রুপের ‘গ্লোবাল হেড অব সকার’ পদে দায়িত্ব পালন করছেন জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে এই দায়িত্বে খুব একটা সন্তুষ্ট নন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল নেটওয়ার্ক-এর বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, ব্রাজিল বা রিয়াল মাদ্রিদ থেকে প্রস্তাব পেলে আবারও কোচিংয়ে ফিরতে পারেন ক্লপ।
গত বছরের জানুয়ারিতে লিভারপুল ছাড়ার পর কোচিংয়ের বাইরে নতুন ভূমিকায় দেখা যায় ক্লপকে। রেড বুল প্রতিষ্ঠানের ফুটবল কার্যক্রম তদারকির দায়িত্ব নিলেও মাঠের বাইরের এই কাজ ক্লপকে তেমন আনন্দ দিচ্ছে না বলে জানিয়েছে ইউওএল।
ক্লপের সম্ভাব্য ফেরার গন্তব্য হিসেবে দুটি নামই ঘুরে ফিরে আসছে— ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ।
ব্রাজিল বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হিসেবে কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে চায়। তবে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিতে থাকায় বিষয়টি এখনও অনিশ্চিত। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়ের পর নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
অন্যদিকে, স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বর্তমান কোচ আনচেলত্তিকে আগামী মৌসুমে রাখার বিষয়ে আগ্রহী নন। বিকল্প হিসেবে ক্লপের নাম উঠে এসেছে। স্প্যানিশ জায়ান্টদের ডাগআউটে জার্মান এই মাস্টারমাইন্ডকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
তবে শেষ পর্যন্ত ইয়ুর্গেন ক্লপ কোথায় যাবেন— ব্রাজিল, নাকি রিয়াল মাদ্রিদ— সেটা সময়ই বলে দেবে।

একটি মন্তব্য পোস্ট করুন