ব্রেকিং নিউজ

কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা, শুক্রবার অনুষ্ঠিত হবে কাফন মিছিল



ঢাকা, ১৭ এপ্রিল: ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সারা দেশে একযোগে 'কাফন মিছিল' অনুষ্ঠিত হবে।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা ‘৮৭ সালের কাফন আন্দোলন’-এর অনুকরণে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিলে অংশ নেবেন।

এর আগে, ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে অসন্তোষ প্রকাশ করেন এবং আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। আলোচনার ব্যর্থতার পরপরই এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কারিগরি ছাত্রদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:

  1. পদোন্নতি বাতিল ও সংশ্লিষ্টদের বরখাস্ত: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবৈধভাবে পদোন্নতি পাওয়া ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি।

  2. ভর্তি নীতিমালা সংস্কার: যেকোনো বয়সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ বাতিল, উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম ও ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালু।

  3. চাকরিতে গ্রেড সংরক্ষণ: ১০ম গ্রেডের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও নিম্ন পদে নিয়োগ পাওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ।

  4. কারিগরি পদে অযোগ্য নিয়োগ বন্ধ: কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করে সংশ্লিষ্ট পদে কারিগরি শিক্ষিতদের নিয়োগ নিশ্চিত করা ও শূন্যপদে শিক্ষক-ল্যাব সহকারী নিয়োগ।

  5. স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন: ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।

  6. উচ্চশিক্ষার সুযোগ: পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের ভর্তির সুযোগ নিশ্চিত।

এর অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন রাজধানীর পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় সারাদেশের শিক্ষার্থীরা জেলায় জেলায় সড়ক অবরোধ করে আন্দোলনে সংহতি জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language