সাতক্ষীরা, ১৬ এপ্রিল ২০২৫ — সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস এলাকা থেকে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালানো হয়। অভিযানকালে একটি ট্রাক থামাতে গেলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২,২৬১ পিস ভারতীয় শাড়ি, টিস্যু ও জর্জেট থান কাপড়, পোস্তদানা, জিপসাম পাউডার এবং সিরামিক পাউডার। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, “জব্দকৃত ভারতীয় মালামাল এবং ট্রাকটি কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি নিয়মিত তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন