থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করেছে বিএনপি।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই বৈঠক প্রয়োজনীয় ও সময়োপযোগী। যদিও বৈঠকের বিস্তারিত জানা যায়নি, তবে তিনি একে ইতিবাচক হিসেবে দেখছেন।
এ সময় মির্জা আব্বাস আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বিচারের দাবি জনগণের এবং সময়ের প্রয়োজন। পাশাপাশি, ভারতে অবস্থানরত ফ্যাসিবাদীদের দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন