ব্রেকিং নিউজ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নববর্ষ কনসার্টে সুরের ঝংকার, মূল আকর্ষণ ড্রোন শো সন্ধ্যায়



ঢাকা, ১৪ এপ্রিল — বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শুরু হয়েছে বর্ণাঢ্য কনসার্ট। বিকেল থেকে রাত পর্যন্ত চলবে নানা ধরনের সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা, যা মাতিয়ে তুলেছে নববর্ষ উদযাপনকে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এই কনসার্টে কারিগরি সহায়তা দিচ্ছে চীনা দূতাবাস এবং বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পুরো আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন শো, যা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়।

কনসার্টের সূচনা হয় বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল ‘বেসিক গিটার লার্নিং স্কুল’-এর খুদে শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। এরপর মঞ্চে ওঠেন জনপ্রিয় ব্যান্ড ‘রাফি অ্যান্ড রকারস (আর অ্যান্ড আর)’। তারা পরিবেশন করেন ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’ ও ‘সুন্দরী চলেছে একা পথে’র মতো জনপ্রিয় গান।

সাড়ে চারটার দিকে মঞ্চে উঠেন শিল্পী মিঠুন চক্র ও জালাল আহমেদ। পরবর্তী সময়ে কনসার্টে অংশ নেন আরও অনেকে, যাদের মধ্যে রয়েছেন এফ মাইনর, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা, অ্যাশেস ব্যান্ড এবং জাহিদ নিরব।

নববর্ষের সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্রে এমন প্রাণবন্ত আয়োজন দর্শকদের মাঝে ছড়িয়ে দিয়েছে উৎসবের আমেজ। ড্রোন শোকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা। organizers expect the event to draw thousands and mark a joyful start to the new year.

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language