ঢাকা, ১৪ এপ্রিল — বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের প্রজনন ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করেছে বাংলাদেশ সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন বঙ্গোপসাগরে সকল ধরনের মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ বছর থেকে নতুন এই সময়সীমা কার্যকর হচ্ছে, যা আজ থেকেই শুরু হয়েছে।
আগে এই নিষেধাজ্ঞা চালু ছিল ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত। তবে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা ১৫ এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত একই ধরনের নিষেধাজনার আওতায় থাকতেন। ফলে বাংলাদেশের জেলেরা নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারলেও, ভারতের জেলেরা প্রায় একই সময়ে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করতেন বলে অভিযোগ ছিল দীর্ঘদিন।
এ অবস্থায় সমন্বিত নিষেধাজ্ঞার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন বাংলাদেশের জেলেরা। সরকারের নতুন সিদ্ধান্তে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজনার সময় নির্ধারিত হওয়ায় তা জেলেদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। ফলে নতুন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজননের সুযোগ করে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়সীমায় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত হলে দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন