ব্রেকিং নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ সম্প্রচার করবে বিটিভি, মিডিয়া স্বত্ব বিক্রি ব্যর্থ বিসিবির



ঢাকা, ১৮ এপ্রিল — আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের জন্য মিডিয়া স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিকল্প ব্যবস্থায় সিরিজটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বিসিবির নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড ব্যবহার করেই বিটিভি ম্যাচগুলো সম্প্রচার করবে বলে জানা গেছে।

এর আগে গত ১৯ মার্চ বিসিবি পক্ষ থেকে মিডিয়া স্বত্ব বিক্রির জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে আর্থিক প্রস্তাবনা ও আগ্রহপত্র আহ্বান করা হয়। তবে নির্ধারিত সময়সীমা ৭ এপ্রিল পর্যন্ত কোনো প্রতিষ্ঠান সাড়া দেয়নি। ফলে বাণিজ্যিকভাবে সিরিজটির স্বত্ব বিক্রি করতে ব্যর্থ হয় বোর্ড।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে দেশের মাটিতে অনুষ্ঠিত ক্রিকেট সিরিজগুলোর সম্প্রচার স্বত্ব ছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের অধীনে, যারা টি-স্পোর্টস ও জিটিভির মাধ্যমে ম্যাচ সম্প্রচার করত। তবে গত অক্টোবরে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় এবং নতুন কোনো চুক্তি এখনো হয়নি।

বোর্ড সূত্রে জানা গেছে, ভবিষ্যতের আন্তর্জাতিক সিরিজগুলোর জন্য একটি দীর্ঘমেয়াদি মিডিয়া স্বত্ব চুক্তি নিয়ে কাজ করছে বিসিবি।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language