ব্রেকিং নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে এনসিপি শনিবার


ঢাকা, ১৮ এপ্রিল: আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা গত জুলাই মাসের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল।

বৈঠকটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক এবং দলটির ‘সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির’ সদস্য আরমান হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

যমুনা নিউজকে দেওয়া এক বিবৃতিতে আরমান হোসাইন বলেন, “সংস্কার কমিশনগুলোর বিভিন্ন প্রস্তাবনার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোতে দ্বিমত পোষণ করেছি, সেগুলো আলোচনায় থাকবে।”

দ্বিমতের বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “সব কিছুর সঙ্গে আমরা একেবারেই দ্বিমত পোষণ করছি না, অনেক বিষয়ে আংশিক একমতও হয়েছি। তবে কিছু প্রস্তাবনায় আমরা স্পষ্টভাবে ভিন্নমত পোষণ করছি।”

উল্লেখযোগ্য দ্বিমতের বিষয়গুলোর মধ্যে রয়েছে চারটি প্রাদেশিক সরকার গঠন, ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক বিভাগ করার প্রস্তাব, উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে পৃথক ব্যক্তিত্ব হিসেবে নির্ধারণের সুপারিশ।

আরমান বলেন, “সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না— এই প্রস্তাব আমাদের মতে দেশের ক্ষমতার কাঠামোতে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। পাশাপাশি, সংবিধানের অনুচ্ছেদ ৭০-এ অর্থ বিলের ক্ষেত্রে ভোটাধিকার সংক্রান্ত বিষয়েও আরও আলোচনা প্রয়োজন।”

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এইসব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েই শনিবারের বৈঠকে বিশদ আলোচনা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language