ব্রেকিং নিউজ

৪ মাসের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি, পরদিনই পুলিশের অভিযানে উদ্ধার



টাঙ্গাইল, ১৮ এপ্রিল — স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে মাত্র ৪ মাস বয়সী শিশুপুত্রকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল ফোন, গহনা ও জুতা কিনেছেন এক নারী— এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। শিশুটিকে বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে।

জানা যায়, মধুপুর পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকার রবিউল ইসলাম ও গোপালপুর উপজেলার লাবনী আক্তার লিজার মধ্যে দুই বছর আগে বিয়ে হয়। আর্থিক অস্বচ্ছলতার কারণে বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। এরই মধ্যে চার মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্রসন্তান।

রবিউল ইসলাম জানান, “শিশুর জন্মের পর সংসারে কিছুটা শান্তি ফিরেছিল। তবে কিছুদিন আগে লাবনী ছেলেকে নিয়ে তার বোনের বাড়ি ভূঞাপুরে চলে যায়। বহু অনুরোধেও সে ফিরে আসেনি। পরে জানতে পারি সে আমার ছেলেকে বিক্রি করে দিয়েছে।”

রবিউলের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতভর অভিযান চালায় পুলিশ। শুক্রবার ভোরে সিরাজগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

লাবনী আক্তার লিজা স্বীকার করেছেন, “আমার মাথা ঠিক ছিল না। মনির নামের একজনের সহায়তায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় ছেলেকে বিক্রি করি। ওই টাকা দিয়ে মোবাইল ফোন, নূপুর ও নাকের নথ কিনেছি। এটা আমার বড় ভুল হয়েছে, আমি অনুতপ্ত।”

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, “শিশু বিক্রির অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং শুক্রবার সকালে পরিবারের কাছে বুঝিয়ে দিই।”

এই মর্মান্তিক ঘটনার পর পুন্ডুরা শেওড়াতলা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশু বিক্রির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language