ঢাকা, ১৬ এপ্রিল: গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এদিন আদালতে হাজির হয়ে নবী নেওয়াজকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানালে আদালত দুই পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্ত চলাকালে সংশ্লিষ্টদের সতর্কভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন