ব্রেকিং নিউজ

হিলি বন্দরে চালের দাম হঠাৎ বেড়েছে, কেজিতে ৪ থেকে ৫ টাকা বাড়তি মূল্য



হিলি, ১৬ এপ্রিল: ভারত থেকে চাল আমদানি বন্ধ হওয়ার পর দিনেই হিলি স্থলবন্দরে চালের দাম হঠাৎ করে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়ে গেছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকেই বাজারে নতুন এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করে।

জানা গেছে, গত দুই দিনে হিলি বন্দর দিয়ে ২৮০ ট্রাকে মোট ১১ হাজার ৭৫০ টন চাল আমদানি হয়েছে। তবে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার বেসরকারি পর্যায়ে চাল আমদানির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে আর কোনো চাল আমদানি হয়নি।

চালের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে সরু জাতের শম্পা চালের। ঈদের আগে প্রতি কেজি শম্পা চাল বিক্রি হতো ৬৪ থেকে ৬৫ টাকায়, সেখানে এখন তা ৬৯ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাইকারি ক্রেতারা বলছেন, আমদানি বন্ধের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী অধিক লাভের আশায় দাম বাড়িয়ে দিয়েছেন। যদিও অন্যান্য পণ্যের আমদানি এখনো স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language