ঢাকা, ২২ এপ্রিল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনীতিতে অদৃশ্য শক্তির দৃশ্যমান উপস্থিতি বাড়ছে এবং ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা আরও সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও অধিকার রক্ষার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বিএনপির আয়োজিত ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলার সাহস পায়নি, তখন বিএনপি-ই আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে রাজনৈতিক সংস্কার প্রস্তাব দিয়েছিল।” তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ভীতির মাধ্যমে দেশে একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।
তিস্তা নদী প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “তিস্তা নদীকে ঘিরে বহু রাজনীতি হয়েছে, কিন্তু বিএনপির রাজনীতি এ দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য।” তিনি জানান, প্রাকৃতিক ভারসাম্য ও কৃষি নির্ভর মানুষের জীবিকা রক্ষায় তিস্তা প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে বিএনপি, যদি দল ক্ষমতায় আসে।
তারেক রহমান আরও বলেন, “তিস্তা নদীর অতিরিক্ত পানি বা পানির সংকটে প্রায় তিন কোটি মানুষের জীবন প্রভাবিত হয়। খাল খনন, নদী শাসন, সেচ সুবিধা ও পানি সংরক্ষণ—এই সবকিছুর জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করব।”
তিনি উল্লেখ করেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ রাজনৈতিক উদ্যোগ ছাড়া সফলতা সম্ভব নয়। তাই তিনি সবাইকে বিভাজন ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন