ঢাকা, ২২ এপ্রিল:
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের জেরে অনিবার্য কারণে দুই দিনের জন্য (২৩ ও ২৪ এপ্রিল) ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে অনার্স ও মাস্টার্স স্তরের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির সব ক্লাস ২৩ ও ২৪ এপ্রিল বন্ধ থাকবে। তবে চলমান পরীক্ষা কার্যক্রমে কোনো প্রকার পরিবর্তন আনা হচ্ছে না।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উত্তেজনা প্রশমনে বিকেলেই ঢাকা সিটি কলেজও দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সময়ের সংঘর্ষের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও বিজ্ঞপ্তিতে 'অনিবার্য কারণ' হিসেবে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন