গরুর ঋণ আদায়! বাছুর কোলে আদালতে গৃহবধূ নারগিস
ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা ফেরত না পাওয়ার অজুহাতে এক গৃহবধূর গাভি জব্দ করেছেন স্থানীয় এক বিএনপি নেতা। গাভির এক মাস বয়সী বাছুরটি কোলে নিয়ে ন্যায়বিচারের আশায় আদালতে হাজির হয়েছেন সেই গৃহবধূ নারগিস আক্তার। মা ছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি দুর্বল হয়ে পড়েছে।
ঘটনাটি ঘটেছে রাজাপুর উপজেলার ঘিগড়া গ্রামে। ভুক্তভোগী নারগিস আক্তার জানান, স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। সংসার চালাতে তিনি গার্মেন্টসে চাকরি করে সঞ্চিত অর্থে একটি গাভি কেনেন। গাভিটির একটি এক মাস বয়সী বাছুর রয়েছে।
গরু দিয়ে ঋণের টাকা আদায়
নারগিসের অভিযোগ, গত বুধবার সকালে স্থানীয় বিএনপি নেতা মো. বেলাল খান পুরোনো ঋণের কথা বলে তার বাড়ি থেকে গাভিটি কেড়ে নিয়ে যান। “আমি গরুটির দুধ বিক্রি করে সংসার চালাতাম। এখন বাছুরটি দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বোতলে দুধ আর ভাতের মাড় খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি,” বলেন নারগিস।
ঋণ ছিল ৯ বছর আগের, এখন সুদে ৩০ হাজার
অভিযুক্ত বেলাল খান, যিনি শুক্তাগড় ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, তিনি স্বীকার করে বলেন, “৯ বছর আগে 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। এখন সুদে-আসলে তা ৩০ হাজার টাকা হয়েছে। তাই গাভি নিয়ে এসেছি।”
বিএনপির প্রতিক্রিয়া
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মুবিন বলেন, “ঘটনাটি আমি আদালতপাড়ায় নিজ চোখে দেখেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
মানবিক প্রশ্ন ও ন্যায়বিচারের দাবি
স্থানীয়রা বলছেন, ঋণের টাকার জন্য একজন নারীর জীবিকা কেড়ে নেওয়া, তাও স্বামী নিখোঁজ থাকা অবস্থায়, এটি অমানবিক এবং অনৈতিক। এ ঘটনায় নারগিস আদালতের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, “আমি শুধু আমার গরুটা ফেরত চাই। বাছুরটি দিন দিন মরে যাচ্ছে।”
প্রসঙ্গত, এই ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি সামনে এসেছে। বিষয়টি ন্যায়বিচারের পাশাপাশি মানবিক বিবেচনারও দাবিদার।

একটি মন্তব্য পোস্ট করুন