ঢাকা, ৫ এপ্রিল:
রাজধানী ঢাকার বায়ু দূষণ রোধে সরকার কমিটি গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগাড়) পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “মাতুয়াইল এলাকার পরিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। এছাড়া, ব্যাটারি পোড়ানো বা সিসা আলাদা করাও নিষিদ্ধ।” পরিদর্শনের সময় পার্শ্ববর্তী দুটি স্টিল মিল বন্ধের নির্দেশও দেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, “ময়লার ভাগাড় দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব না হলেও, তা দীর্ঘমেয়াদে স্থানান্তরের জন্য পরিকল্পনা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাগাড় সরিয়ে নেওয়া এবং ময়লা পোড়ানো বন্ধের দাবিতে জোরালো আহ্বান জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দূষণে শ্বাসকষ্ট ও নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে বসবাস করতে হচ্ছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা ‘আইকিউএয়ার’-এর তথ্য অনুযায়ী, বায়ু দূষণের মাত্রায় ঢাকা প্রায় প্রতিদিনই শীর্ষে থাকে। এমনকি একাধিকবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকাতেও উঠে এসেছে ঢাকার নাম।
একটি মন্তব্য পোস্ট করুন