সাতক্ষীরা, ৫ এপ্রিল:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাই মোশারফ সরদার (৪৮)কে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করার অভিযোগে ছোট দুই ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়।
নিহত মোশারফ সরদার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের বড় ছেলে। এ ঘটনায় আটকরা হলেন—তার ছোট ভাই সোহরাব সরদার (৩৮), আশরাফ সরদার (৩২) এবং এক নারী আত্মীয় শাহিনা বেগম।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মোশারফ ও আরেক ভাই হোসেন আলী সরদার খালে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশরাফ ও সোহরাব সেখানে গিয়ে বাধা দেন। একপর্যায়ে কথাকাটাকাটি হয় এবং উত্তেজনার মধ্যে আশরাফ ছুরি দিয়ে মোশারফকে আঘাত করেন। বাঁধা দিতে গিয়ে আহত হন হোসেন আলী সরদারও। পরে মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, “পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন