ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫:
চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার প্রকাশিত সংস্থাটির দ্বিবার্ষিক প্রতিবেদন ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’-এ এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং আর্থিক চাপের কারণে দেশের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমতে পারে। তবে আগামী অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ সালে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের অর্থনীতি। তখন জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে, যা পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় কম।
সারা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেও একই ধরনের দুর্বল প্রবৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির তথ্যমতে, ২০২৪ সালে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে নেমে আসবে, যা আগের পূর্বাভাসের তুলনায় ০.৪ শতাংশ কম। তবে ২০২৫ সালে এই হার ৬ দশমিক ১ শতাংশে উন্নীত হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিস্কা ওন্সর্জ বলেন, "দক্ষিণ এশিয়ার আর্থিক দুর্বলতার মূল কারণ হলো কর আদায়ের নিম্ন হার। রাজস্ব আহরণ বাড়ানো না গেলে এই অঞ্চল অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকতে পারবে না, বিশেষ করে বৈশ্বিক অনিশ্চয়তার সময়।"
প্রতিবেদনে আরও বলা হয়, আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ায় প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশে, নেপালে প্রাকৃতিক দুর্যোগের কারণে তা ৪ দশমিক ৫ শতাংশে, পাকিস্তানে ২ দশমিক ৭ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বিশ্বব্যাংক বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি জানিয়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন