দিল্লি, ভারত – সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক অদ্ভুত ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চমক! দিল্লির রানি লক্ষ্মীবাই কলেজের ‘গোবর কাণ্ড’ নিয়ে এবার প্রতিবাদ জানাতে গিয়ে ছাত্ররা বেছে নিলেন একেবারে অনন্য কৌশল—গোবরেই জবাব!
ঘটনার সূত্রপাত কলেজের অধ্যক্ষ প্রত্যুষ বৎসলার এক উদ্যোগ ঘিরে। গ্রীষ্মের দাবদাহে শ্রেণিকক্ষ ঠাণ্ডা রাখার জন্য তিনি শ্রেণিকক্ষের দেয়ালে গরুর গোবর লাগান। সেই দৃশ্য ধারণ করে কেউ একজন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়।
যদিও অনেকেই ঘটনাটিকে অবাস্তব ও হাস্যকর মনে করেছিলেন, শিক্ষার্থীরা বিষয়টিকে খুব একটা সহজভাবে নেয়নি। এরই প্রেক্ষিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কয়েকজন সদস্য কলেজের প্রিন্সিপাল অফিসে গিয়ে হাজির হন হাতে একটি পলিথিন ব্যাগ, যাতে ভর্তি ছিল গোবর!
তারা প্রথমে জানতে চান, অধ্যক্ষ কোথায়? উত্তরে একজন নিজেকে ভাইস প্রিন্সিপাল পরিচয় দিয়ে জানান, তিনি বর্তমানে অফিসে নেই। এরপর কী ঘটেছে, তা জানার আগেই গোটা ঘটনায় ছড়িয়ে পড়ে এক ধরনের কৌতুকপূর্ণ প্রতিবাদের রেশ।
এ ঘটনাকে ঘিরে একদিকে যেমন কলেজ প্রশাসন অস্বস্তিতে পড়েছে, তেমনি সামাজিক মাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঢেউ।

একটি মন্তব্য পোস্ট করুন