ব্রেকিং নিউজ

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, সায়েন্সল্যাবে উত্তেজনা

 


ঢাকা, ১৫ এপ্রিল:
ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এই সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করলে উত্তেজনার সূত্রপাত হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দ্রুত তা সংঘর্ষে রূপ নেয়।

সর্বশেষ খবর অনুযায়ী, বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে উত্তেজনা পুরোপুরি কাটেনি, তাই সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language