ভোলা, ১৯ এপ্রিল ২০২৫ — ভোলায় আবাসিক গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ও সাধারণ জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভে অংশ নিয়ে তারা ইন্ট্রাকোর গ্যাসবাহী একটি ট্রাক আটকে দেয়।
বিক্ষোভকারীরা জানান, ভোলায় বিপুল গ্যাসের মজুত থাকলেও এখনো জেলা শহরের ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ এবং গ্যাসভিত্তিক শিল্প-কারখানা গড়ে তোলা হয়নি। তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে শান্তিপূর্ণভাবে একাধিকবার দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
একজন বিক্ষোভকারী বলেন, “শুধু গ্যাস তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ আমরা এখানেই গ্যাস সুবিধা পাচ্ছি না। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত ভোলা থেকে এক ফোঁটাও গ্যাস নিতে দেওয়া হবে না।”
পাঁচ দফা দাবির মধ্যে কী রয়েছে?
বিক্ষোভকারীরা তাদের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন:
-
আবাসিক গ্যাস সংযোগ চালু করা
-
গ্যাসভিত্তিক শিল্প কারখানা স্থাপন
-
ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ
-
ভোলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন
-
স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
প্রশাসনের ভূমিকা
ঘটনার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা পরিস্থিতি শান্ত রাখতে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তবে এখনো কোনও ধরনের সংঘাত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দ্রুত দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি না এলে তারা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন।
পটভূমি
ভোলায় দেশের অন্যতম গ্যাসক্ষেত্র রয়েছে। তবে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ—এই গ্যাস থেকে তারা উপযুক্ত সুবিধা পাচ্ছেন না। ফলে নতুন করে আন্দোলনের হাওয়া বইছে উপকূলীয় এ জেলায়।
একটি মন্তব্য পোস্ট করুন