দিল্লি, ১৯ এপ্রিল ২০২৫ — ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদ এলাকায় ভয়াবহ ভবন ধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে (১৮ এপ্রিল) চারতলা একটি ভবন ধসে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন অন্তত চারজন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৪ জনকে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অন্তত ৮-১০ জন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার ভোর ৩টার দিকে মুস্তাফাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (NDRF), দিল্লি ফায়ার সার্ভিস, এবং দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সন্দীপ লাম্বা বলেন, "১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ৮ থেকে ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আমাদের ধারণা।"
ভবন ধসের কারণ সম্পর্কে তিনি জানান, “বিষয়টি তদন্তাধীন। বিস্তারিত পরে জানানো হবে।”
দিল্লি ফায়ার সার্ভিসের ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল বলেন, “রাত ২টা ৫০ মিনিটে খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। আমরা দেখতে পাই যে সম্পূর্ণ ভবনটি ধসে পড়েছে এবং অনেকেই আটকা পড়েছেন। উদ্ধারকাজ এখনো চলছে।”
প্রাকৃতিক দুর্যোগে ভবন ধসের শঙ্কা বাড়ছে
দিল্লিতে শুক্রবার সন্ধ্যায় ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের পর এই দুর্ঘটনা ঘটে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে ঘন ঘন বৈরী আবহাওয়ার কারণে দুর্বল ভবনগুলোতে ধসের আশঙ্কা বেড়ে গেছে।
এর আগে গত সপ্তাহেও মধু বিহার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজন নিহত এবং দুজন আহত হন। সাম্প্রতিক এসব ঘটনায় নগর পরিকল্পনা ও ভবন নির্মাণে নিরাপত্তা মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠছে।
উদ্ধারকাজ ও তদন্ত অব্যাহত
এনডিআরএফ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনকে উদ্ধারে হেভি মেশিনারি ব্যবহার করা হচ্ছে। প্রশাসন আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং দুর্ঘটনার আশপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও ভবিষ্যতের জন্য নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন