স্পোর্টস ডেস্ক | ১৯ এপ্রিল ২০২৫
ফুটবল বিশ্বে চলমান অন্যতম আলোচনার বিষয়—২০২৬ বিশ্বকাপে খেলবেন কি লিওনেল মেসি? অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। স্বদেশি সাবেক ফুটবলার কিকে উলফের 'সিম্পলি ফুটবল' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাবনা জানিয়েছেন মেসি।
তিনি জানান, শুধুমাত্র নাম বা অতীত পারফরম্যান্সের জোরে নয়—ফিটনেস ও ফর্ম থাকলেই কেবল খেলবেন ২০২৬ বিশ্বকাপে। আর এই বিষয়ে নিজেকে নিয়ে সৎ থাকার কথাও জোর দিয়ে বলেছেন এলএম টেন।
মেসি বলেন, “অবশ্যই আমি ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভাবছি। তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য এ বছরটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি প্রতিদিন ধরে এগোচ্ছি। বিশ্বকাপ দলে আমি থাকবো কি না, সে বিষয়ে আমার নিজের প্রতি সৎ থাকতে হবে।”
মেসির বিশ্বকাপ যাত্রা
২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে হারের যন্ত্রণাকে মেসি আজও ভুলতে পারেননি। তবে পরে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয় করে সেই হতাশা কাটিয়ে ওঠেন।
তিনি বলেন, “২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণাদায়ক ছিল। পরে চ্যাম্পিয়ন হওয়ায় সব কিছু সহনীয় হয়েছে। হয়তো দুটো বিশ্বকাপ জিততে পারতাম, তবে দিনশেষে আমার একটা বিশ্বকাপ আছে। এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না।”
ইয়ামালের প্রশংসায় মেসি
নিজের উত্তরসূরীদের মধ্যে বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মেসি। মাত্র ১৭ বছর বয়সেই ইউরো জয় করা এই ফুটবলারকে মেসি বলেছেন “বিশ্বের অন্যতম সেরা।”
“সে যা করেছে, তা মুগ্ধ হওয়ার মতো। এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছে। তার বয়স মাত্র ১৭। সে নিজেকে দারুণভাবে পরিণত করছে।”
কোচ স্কালোনি ও গার্দিওলাকে নিয়ে মেসির মন্তব্য
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে ‘বিশেষ কিছু’ বললেও, ক্লাব কোচ পেপ গার্দিওলা সম্পর্কে মেসির মত, তিনি একেবারেই অনন্য।
“পেপ অন্য গ্রহের কোচ। সে যা করেছে, তা আর কেউ করে দেখাতে পারেনি।”
একটি মন্তব্য পোস্ট করুন