ব্রেকিং নিউজ

"ন্যূনতম নয়, চাই মৌলিক সংস্কার"— নির্বাচনী প্রক্রিয়া নিয়ে এনসিপি’র অবস্থান স্পষ্ট করলেন আহ্বায়ক নাহিদ ইসলাম



ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫ — "ন্যূনতম নয়, চাই মৌলিক সংস্কার"— এমন অবস্থান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্ট করেছে, নির্বাচন হতে হলে তা হতে হবে গ্রহণযোগ্য ও সাংবিধানিক সংস্কারের ভিত্তিতে। মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা দলটি ভবিষ্যতে বিবেচনা করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "বর্তমান মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না। অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এই প্রশাসনের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে নিরপেক্ষ প্রশাসন ও পুলিশের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।"

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র চর্চা, মৌলিক সংস্কার, এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের প্রতি সহিংসতা নিয়েও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, "আমরা মার্কিন প্রতিনিধিদের কাছে তিনটি বিষয় তুলে ধরেছি— বিচারব্যবস্থার স্বাধীনতা, মৌলিক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার, এবং একটি গণপরিষদ নির্বাচন।"

এ সময় তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনায় প্রশাসন নিষ্ক্রিয় রয়েছে বলে দাবি করেন নাহিদ ইসলাম।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language