ব্রেকিং নিউজ

মেটার বিরুদ্ধে একচেটিয়া আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রে এফটিসির মামলা



ওয়াশিংটন, ১৪ এপ্রিল — সোশ্যাল মিডিয়া জগতে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এফটিসির অভিযোগ, মেটা পরিকল্পিতভাবে প্রতিযোগিতা নষ্ট করার উদ্দেশ্যে ২০১২ সালে ইন্সটাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে। এছাড়া, প্রতিদ্বন্দ্বী অ্যাপ ডেভেলপারদের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া এবং তাদের বৈশিষ্ট্যগুলো অনুকরণ করেও প্রতিযোগিতায় বাধা সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে।

এফটিসি আরও জানায়, মেটার এই একচেটিয়া আচরণের ফলে ব্যবহারকারীরা গোপনীয়তা রক্ষায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারে নতুন উদ্ভাবনের সুযোগ কমে গেছে।

বিশ্লেষকরা বলছেন, মামলার রায় মেটার ভবিষ্যৎ ব্যবসায়িক কাঠামোকে আমূল পরিবর্তন করে দিতে পারে। আদালত চাইলে কোম্পানিকে ভেঙে দিতে পারে কিংবা তাদের কার্যক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে। অনেকেই মনে করছেন, এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে অন্যতম বৃহৎ আইনি লড়াইয়ে রূপ নিতে চলেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছে মেটা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সোশ্যাল মিডিয়া খাত এখনো অত্যন্ত প্রতিযোগিতামূলক। টিকটক, এক্স (সাবেক টুইটার), স্ন্যাপচ্যাটসহ বহু প্ল্যাটফর্ম এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে।

মেটা আরও দাবি করে, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কেনার সময় নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন ছিল এবং বর্তমানে তাদের জনপ্রিয়তা মূলত কোম্পানির বিনিয়োগ ও উদ্ভাবনের ফল।

মামলার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী দিনে এফটিসি বনাম মেটা মামলাটি প্রযুক্তি জগতের দৃষ্টি কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language