বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যস্ফীতির হার ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব। তিনি উল্লেখ করেন, টাকা ছাপিয়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা গেলেও, তাতে মূল্যস্ফীতির হার কমবে না।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, সংবিধানে নারীদের সমান অধিকার দেওয়া হলেও বাস্তবতায় তার প্রতিফলন নেই। শুধুমাত্র কাগজে-কলমে স্বাধীনতা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়—এর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যাবশ্যক। তিনি আরও জানান, নারীদের ঋণ প্রাপ্তিতে এখনো নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে।
তিনি আরও বলেন, নারীদের আলাদাভাবে দেখা যাবে না। তাদের পিছিয়ে পড়া রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রত্যেকেরই অন্তত হাইস্কুল পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা উচিত। এ সময় তিনি মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার দিকেও আলোকপাত করেন।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। এই আয়োজন চলবে আগামী রোববার (১১ মে) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন