ব্রেকিং নিউজ

১ কোটি নয়া সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির, যুক্ত হতে পারবেন কারা?

 

বিএনপি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ১৫ মে থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দুই মাসব্যাপী এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের লক্ষ্য প্রায় ১ কোটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করা।

অনেক তরুণ, মেধাবী ও সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে রিজভী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে গ্রেফতার আতঙ্কের কারণে তারা সদস্য হতে পারেননি। তিনি আরও বলেন, যারা একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু দলটির দুঃশাসন ও লুটপাটে অতিষ্ঠ হয়ে সরে এসেছেন, তারাও এই সদস্যপদ গ্রহণ করতে পারবেন।

এ সময় রুহুল কবির রিজভী চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে সুস্থ আছেন।


Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language