ব্রেকিং নিউজ

হাজার কোটি টাকার সার আত্মসাৎ: সাবেক এমপি পোটনসহ ৫ জনের নামে দুদকের মামলা


নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৮৪ কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন—মেসার্স পোটন ট্রেডার্সের মহাপরিচালক মো. শাহাদত হোসেন, মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বাদল, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন এবং খুলনার নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পোটন ট্রেডার্সের মাধ্যমে ১ লাখ ৮৪ হাজার মেট্রিক টন এমওপি, টিএসপি ও ডিএপি সার আমদানি করা হয়েছিল। তবে পরবর্তীতে এই সার সরবরাহ না করে আসামিরা তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এ সারগুলোর বাজারমূল্য আনুমানিক ১ হাজার ৮৪ কোটি টাকা বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language