ব্রেকিং নিউজ

শেখ হাসিনাকে ৮ মে তলব করেছে দুদক


ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে।

দুদক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে সংস্থাটির দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তালিকাভুক্ত শেখ হাসিনা নির্ধারিত দিনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—ক্ষমতায় থাকাকালীন গত ১৫ বছরে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে, যার প্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে, তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করে দুদক। ওই মামলায় লুটপাটের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ মোট ১৯ জনকে আসামি করা হয়। 

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language