ব্রেকিং নিউজ

দাবানলের পর আরেক বিপদে ইসরায়েল


দাবানলের ক্ষতিকর প্রভাব এখনো পুরোপুরি কাটেনি, তার মধ্যেই নতুন এক বিপদের মুখে পড়েছে ইসরায়েল। রোববার (৪ মে) থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা বিকেলের দিকে ভয়াবহ রূপ নেয়।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, আকস্মিক ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে ইলাত শহরের প্রধান প্রবেশপথসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। একই সঙ্গে জনগণকে বন্যাকবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, প্লাবিত রাস্তা, ঝরনা বা জলাশয়ের আশপাশে অবস্থান করা জীবনঝুঁকিপূর্ণ।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, ওইদিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ‘রুট ৪০’ সড়কটি মিৎজপে র‍্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইভাবে, ‘রুট ৯০’ সড়কটি আইন গেদি থেকে হা’আরাভা জংশন এবং সেখান থেকে ইলাত পর্যন্ত অংশে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ‘রুট ২০৪’ ও ‘রুট ১২’-এর কিছু অংশেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে ইসরায়েলে বেশ কয়েকটি দাবানল ব্যাপক ক্ষতি সাধন করেছিল। বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়ায় পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়। এখনো সেই ক্ষয়ক্ষতির রেশ কাটেনি, এর মধ্যেই আকস্মিক বন্যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language