ঢাকা, ২৩ এপ্রিল ২০২৫:
শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনার জন্য অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপদেষ্টার হাতে তুলে দেন কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
প্রতিবেদন গ্রহণের সময় শ্রম উপদেষ্টা বলেন, “কমিটির সুপারিশের ভিত্তিতেই কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের দিকে এগোনো হবে। আমরা আশাবাদী, কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা এখনই বলতে চাই না।”
এদিকে কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দেশের প্রায় ৮৫ শতাংশ শ্রমিক এখনো আইনি সুরক্ষার বাইরে রয়েছেন। “তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই,” উল্লেখ করে তিনি বলেন, “সকল শ্রমিককে ন্যূনতম আইনি সুরক্ষার আওতায় আনতে হবে।”
সি-ট্রাক সার্ভিস উদ্বোধনের ঘোষণা
এদিন শ্রম উপদেষ্টা আরও জানান, আগামীকাল কক্সবাজার থেকে মহেশখালীগামী সি-ট্রাক সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই উদ্যোগ উপকূলীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন