দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন ৪৫৯ বাংলাদেশি, ৭০ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান



ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫:

বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থ পাচার করে দুবাইয়ে ‘গোল্ডেন ভিসা’র মাধ্যমে ৪৫৯ জন বাংলাদেশি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুবাইয়ে তাদের নামে মোট ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য দুদকের কাছে এসেছে। এসব তথ্যের ভিত্তিতে কমিশন ইতোমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করে অনুসন্ধান শুরু করেছে।

দুদক সূত্রে জানা গেছে, চিহ্নিত ব্যক্তিদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও অন্যান্য আর্থিক নথিপত্র চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে অর্থপাচারের সুনির্দিষ্ট তথ্য যাচাই করা হবে।

এছাড়াও শেয়ারবাজারে কেলেঙ্কারি ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধেও তথ্য চেয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ বিভিন্ন সরকারি দফতরে পত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে দুদক।

দুদক মহাপরিচালক ও কমিশনারের প্রতিক্রিয়া
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “আমাদের অনুসন্ধান টিম দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম চালাচ্ছে। কোনো অভিযোগকে হালকাভাবে নেওয়া হবে না।”

এ প্রসঙ্গে দুদক কমিশনার (তদন্ত) মিঞা আলী আকবার আজিজী বলেন,

“অর্থ পাচারকারীরা শয়তানের মতো। শয়তান যেমন শিরা-উপশিরায় ঘুরে বেড়ায়, তেমনি পাচারকারীদের চিহ্নিত করা কঠিন। তবে তারা জনগণের দুর্ভোগের কারণ। আমরা তাদের ধরতে পারলে কোনো ছাড় দেওয়া হবে না।”

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সাধারণ মানুষ ও অর্থনীতিবিদরা এই ধরনের দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language