রাজধানীতে বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশা: নাগরিক ভোগান্তি চরমে, নিয়ন্ত্রণে আসছে নীতিমালা



ঢাকা, ২৪ এপ্রিল — ‘বাংলার টেসলা’ নামে পরিচিত ব্যাটারিচালিত অটোরিকশা, একসময় যাতায়াতের সহজ ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে প্রশংসা কুড়ালেও বর্তমানে রাজধানীবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। স্বল্প দূরত্বে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি বহু নিম্নআয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করলেও, এখন এই বাহনের বেপরোয়া চলাচল নিয়ে বাড়ছে উদ্বেগ।

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এই যানবাহনগুলো হয়ে উঠেছে আরও বেপরোয়া। শহরের অলিগলি থেকে শুরু করে এখন মহাসড়কেও অবাধে চলাচল করছে অটোরিকশা। ট্রাফিক আইন ও নিয়মনীতি তোয়াক্কা না করেই চলাচল করছে চালকেরা, যার ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।

এই বিষয়ে পথচারী ও যাত্রীদের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিবেদক। তারা জানান, “অটোরিকশাচালকেরা ট্রাফিক আইন মানেন না, মাঝেমধ্যে যাত্রী বা পুলিশের সঙ্গেও বাগ্‌বিতণ্ডায় জড়ান।” কেউ কেউ দাবি করছেন, ঢাকার সড়ক থেকে এই বাহন পুরোপুরি উঠিয়ে দেওয়ার।

নগরবাসী বলছেন, মহাসড়কে অটোরিকশার চলাচল দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তারা চাইছেন, একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় এনে এই যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হোক।

অন্যদিকে অটোরিকশা চালকেরা নিজেদের অবস্থান ব্যাখ্যা করে জানান, তারা বাংলাদেশের নাগরিক এবং জীবিকা নির্বাহের জন্য সড়কে চলার অধিকার রাখেন। তাদের হুঁশিয়ারি, চলাচলে বাধা দেওয়া হলে ‘যুদ্ধ’ শুরু হয়ে যাবে।

এই প্রসঙ্গে ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান বলেন, “অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে একটি নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে। এতে চালক, মালিক ও যাত্রী—সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language