মাদারীপুর, ১৯ এপ্রিল: মাদারীপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ছয় মাসের এক শিশুকে চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী ও তার সঙ্গে জড়িত চক্রকে ধরতে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ছয়তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, তিন দিন আগে অসুস্থ দুই বছরের বড় মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হন সুমি আক্তার। ঘটনার দিন দুপুরে বড় মেয়েকে খাবার খাওয়াচ্ছিলেন তিনি। এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী তার কোলে থাকা ছয় মাসের শিশুকে আদর করার কথা বলে কোলে তুলে নেয় এবং দ্রুত ওয়ার্ডের বারান্দা দিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে হাসপাতাল থেকে উধাও হয়ে যায়।
পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে থানায় খবর দেয়া হয়।
হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী শিশুকে কোলে নিয়ে দ্রুত একটি ইজিবাইকে উঠে হাসপাতাল ত্যাগ করছে।
ঘটনার পর হাসপাতালে নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। তারা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
চুরি হওয়া শিশুর মা সুমি আক্তার বলেন, "এক মুহূর্তের অসাবধানতায় আমার সন্তানকে নিয়ে পালিয়ে গেল। এটা ভাবতেও পারিনি। আমি শুধু আমার সন্তানকে ফেরত চাই।"
এদিকে, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, “হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। চক্রে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তবে এ বিষয়ে কথা বলতে নারাজ ছিলেন জেলা সদর হাসপাতালের কর্তৃপক্ষ।
এ ঘটনার পর শিশু উদ্ধারের দাবিতে হাসপাতালের সামনে স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভও দেখা যায়।
একটি মন্তব্য পোস্ট করুন