ব্রেকিং নিউজ

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৮৪/২



সিলেট, ২০ এপ্রিল:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মিশ্র সূচনা পেয়েছে বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) শুরু হওয়া ম্যাচের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ৮৪ রান করেছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। সতর্ক সূচনা করলেও নবম ওভারে ভিক্টর নায়ুচির বল সাদমানকে ফিরিয়ে দেয় প্যাভিলিয়নে। তিনি করেন ১২ রান। এরপর একই বোলারের হাতে এক ওভার বিরতিতে ফিরে যান মাহমুদুল হাসান জয়ও। উইকেটের পেছনে নায়াশা মায়াভোর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ১৪ রানে।

প্রথম সারির দুই ব্যাটার হারিয়ে চাপের মুখে পড়ে টাইগাররা। তবে ক্রিজে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। প্রথম সেশন শেষে এই দুই ব্যাটারই ছিলেন অপরাজিত। শান্ত ৩০ ও মুমিনুল ২১ রানে খেলছেন।

প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৪ রান।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language