ঢাকা, ২০ এপ্রিল:
সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে বিএনপি। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে শুরু হয় এ বৈঠক।
বৈঠকের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, আলোচনায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রশাসন ও বিচার বিভাগ সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে। তিনি বলেন, "স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে আমরা এই আলোচনায় অংশ নিচ্ছি। এই বৈঠকের মধ্য দিয়েই কমিশনের সঙ্গে আমাদের এই পর্বের আলোচনা শেষ হবে।"
এর আগে গত বৃহষ্পতিবারও সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল বিএনপি। দিনব্যাপী সেই বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এছাড়া যেসব বিষয়ে কমিশনের সঙ্গে মতানৈক্য রয়েছে, সেগুলোর ব্যাখ্যাও তুলে ধরে বিএনপির প্রতিনিধি দল।
একটি মন্তব্য পোস্ট করুন