মালে, ১৫ এপ্রিল:
গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাস হওয়ার পর প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তাতে স্বাক্ষর করেন। এরপরই তা কার্যকর হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংহতি’র অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, ইসরায়েলি নাগরিকরা মালদ্বীপের রাজধানী মালে এবং অন্যান্য পর্যটন এলাকায় প্রবেশ করতে পারবেন না।
প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলের বর্বর হামলা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদেই এই পদক্ষেপ। ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মালদ্বীপ বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোর মধ্যে অন্যতম যারা ফিলিস্তিনিদের প্রতি নিয়মিতভাবে সংহতি প্রকাশ করে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন