ব্রেকিং নিউজ

আরও একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন



ঢাকা, ১৫ এপ্রিল:

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টনে আংশিক পরিবর্তন এনেছেন। এর আওতায় শেখ বশিরউদ্দীনকে নতুন করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

এর আগে এই মন্ত্রণালয় সরাসরি প্রধান উপদেষ্টার অধীনে ছিল। বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের অধীনে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে— মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে শেখ বশিরউদ্দীনের আওতায় এখন তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের নীতিনির্ধারণে তার প্রভাব আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language