ঢাকা, ১৫ এপ্রিল:
২০২৬ সালেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটাবে এবং এ প্রক্রিয়ায় দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আনিসুজ্জামান চৌধুরী বলেন, “এলডিসি থেকে বের হলেও বিভিন্ন দেশ বাংলাদেশকে সুবিধা প্রদান অব্যাহত রাখবে। এমনকি বাংলাদেশের চেয়ে কম উন্নত দেশও ইতোমধ্যে উত্তরণ ঘটিয়েছে, তাই আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনে কী সুবিধা পাওয়া যাবে সেই প্রশ্ন অবান্তর। মূল চ্যালেঞ্জ হলো সুশাসনের অভাব। আমাদের এখন ভিক্ষার মানসিকতা পরিহার করে সুবিধা পাওয়ার চেয়ে বরং সুবিধা তৈরির দিকে মনোযোগী হতে হবে।”
প্রসঙ্গত, বাংলাদেশ ২০২6 সালে আনুষ্ঠানিকভাবে এলডিসি ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হতে যাচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন