নিউ ইয়র্ক, ১৪ এপ্রিল:
মার্কিন অভিবাসন কর্মকর্তারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী ও গ্রিন কার্ডধারী মোহসেন মাহদাওয়িকে গ্রেফতার করেছে। সোমবার ভারমন্টের কোলচেস্টারে একটি অভিবাসন অফিসে নাগরিকত্ব সাক্ষাৎকার দিতে গেলে তাকে আটক করা হয়। খবরটি নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
মাহদাওয়ি ছিলেন গত বসন্তে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। তার গ্রেফতারকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের ওপর মার্কিন কর্তৃপক্ষের ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে।
তবে তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের পরপরই যুক্তরাষ্ট্রের একটি আদালত নির্দেশ দিয়েছে, মাহদাওয়িকে আপাতত দেশ থেকে বিতাড়িত করা যাবে না।
এর আগে, ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডে অংশ নেয়ার জেরে গ্রেফতার হওয়া সবচেয়ে পরিচিত বিদেশি শিক্ষার্থী ছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েরই আরেক ছাত্র মাহমুদ খালিল। তার গ্রেফতারের ঘটনাও দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।
এই ঘটনার পর শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

একটি মন্তব্য পোস্ট করুন