ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও পাল্টা হামলা বন্ধ করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার (৬ মে) ভারতের হামলার প্রতিক্রিয়ায় ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
খাজা আসিফ বলেন, "হামলা শুরু করেছে ভারত। তারা যদি হামলা বন্ধে প্রস্তুত থাকে, তাহলে আমরাও পাল্টা আক্রমণ থেকে সরে আসব।"
তিনি আরও বলেন, "আমরা সবসময় বলে এসেছি—ভারতে আগ্রাসন চালানোর কোনো অভিপ্রায় আমাদের নেই। কিন্তু যদি আমাদের উপর হামলা হয়, আমরা প্রতিরোধ করব। ভারত যদি পিছু হটে, তাহলে আমরাও এই উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নেব।"
দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে কোনো আলোচনা চলছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক অঞ্চলে মিসাইল হামলা চালায় ভারত। হামলার বিষয়টি দুই দেশের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়। ভারতের দাবি, এই হামলা চালানো হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ।

একটি মন্তব্য পোস্ট করুন