যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা: বাণিজ্য উপদেষ্টা



যুক্তরাষ্ট্র কর্তৃক রফতানি পণ্যের ওপর আরোপিত শুল্কহার সংক্রান্ত বিষয়ে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে তিনি নিজেই নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা।


তিনি বলেন, "প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন এবং তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।"


তিনি আরও জানান, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Choose Your Language