রাজধানী ঢাকায় সারাদিন তীব্র গরমের পর সন্ধ্যায় বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মধ্যরাত নাগাদ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রবণ এলাকাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা ও সিলেট। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, হঠাৎ এসব ঝোড়ো হাওয়া ও বজ্রপাত থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন